খেলা বিভাগে ফিরে যান

অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে সহকারী রেফারি নির্বাচিত হলেন ভারতের রিওলাং ধর

August 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডমিনিকান রিপাবলিকে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে সহকারী রেফারি হিসেবে নির্বাচিত হলেন ভারতের রিওলাং ধর। দেশের দ্বিতীয় রেফারি হিসাবে রিওলাং এই সুযোগ পেলেন। শুক্রবার আটত্রিশ জন ম‌্যাচ অফিশিয়ালের নাম প্রকাশ করেছে ফিফা, রিওলাং রয়েছেন সেই তালিকায়।

মেঘালয় পুলিশে কর্মরত রিওলাং। অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপে সহকারী রেফারি হিসেবে নির্বাচিত হতে পেরে তিনি গর্বিত বলেই জানিয়েছেন। দেশের প্রতিনিধিত্ব করছেন। দেশের পতাকার যাতে কোনও অসম্মান না হয়, তা নিশ্চিত করবেন বলেও জানান তিনি।

২০০৯ সাল থেকে রেফারিং করছেন রিওলাং। টুর্নামেন্টে রেফারিং করিয়েছেন তিনি। তাঁর কথায় ফিফার বিশ্বকাপে রেফারিং করাটা সত্যিই আলাদা অভিজ্ঞতা হতে চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Riiohlang Dhar, #fifa u 17 womens world cup, #India

আরো দেখুন