দেশ বিভাগে ফিরে যান

মহারাষ্ট্রের ভোটের আগে ‘মডেল বাংলা’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের অনুকরণ

August 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের অনুকরণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের পথ অনুসরণ করে মহারাষ্ট্রের ভোট বৈতরণী পেরোতে চাইছে এনডিএ জোট সরকার। বিধানসভা ভোটের প্রাক মুহূর্তে মহিলাদের মন পেতে ‘লড়কি বহেন’ অর্থাৎ মা, বোনদের জন‌্য বিশেষ প্রকল্প চালু করেছে মহারাষ্ট্র সরকার।

‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের অনুকরণে একনাথ শিন্দের সরকার ‘মুখ‌্যমন্ত্রী মাঝি লড়কি বহেন যোজনা’র কথা ঘোষণা করল। প্রকল্প চালু হয়েছে ১৭ আগস্ট। প্রকল্পে রাজ্যের প্রায় এক কোটি মহিলা প্রতি মাসে দেড় হাজার টাকা করে সরকারি সাহায্য পাবেন।

বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের সাফল‌্য দেখে মধ‌্যপ্রদেশ-সহ একাধিক রাজ‌্য মহিলাদের জন্য এমন প্রকল্প চালু করেছে। একনাথ জানান, এহেন প্রকল্প শুধু ভোটের আগে কয়েকদিন চলবে না। এটা দীর্ঘস্থায়ী প্রকল্প। নারী শক্তি ধুত নামে একটি অ‌্যাপের মাধ‌্যমে মহিলারা ‘লড়কি বহেন যোজনা’র জন‌্য আবেদন করতে পারবেন।

বিরোধীদের বক্তব্য, শেষবেলায় ঘুষ দিয়ে ভোট কেনার চেষ্টা করছে শাসক শিবির। তাতে লাভ হবে না। মহারাষ্ট্রের মানুষ ওদের চিনে নিয়েছে। বিরোধী শিবিরের মতে, চার মাস আগে লোকসভা ভোটে মহারাষ্ট্রে বিরোধী জোট ‘মহা বিকাশ আগাড়ি’র কাছে বিজেপি, শিন্দে সেনা, অজিত পওয়ারপন্থী এনসিপির জোট পরাজিত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#mukhyamantri ladki bahin yojana, #Maharashtra polls, #Model Bangla, #Maharashtra Govt

আরো দেখুন