দেশ বিভাগে ফিরে যান

RG Kar ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের, মঙ্গলে শুনানি 

August 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এ বার আর জি করে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের ঘটনা উঠল সুপ্রিম কোর্টের কাঠগড়ায়। এবিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিল শীর্ষ আদালত। সূত্রের খবর, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ মামলা শুনবেন। আগামী মঙ্গলবার এই মামলা শোনার সম্ভাবনা প্রধান বিচারপতির বেঞ্চের।

সূত্রের খবর, আরজি কর কান্ডে সিবিআই তদন্ত-সহ পুরো বিষয়টির উপর নজর রাখতে চায় দেশের প্রধান বিচারপতির বেঞ্চ। তদন্তের গতিপ্রকৃতি, হাসপাতাল ও রাজ্যের ভূমিকা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। এ ছাড়াও কর্মস্থলে নারীর নিরাপত্তার বিষয় নিয়েও শুনানি করতে পারে শীর্ষ আদালত।

TwitterFacebookWhatsAppEmailShare

#R G kar Incident, #supreme court

আরো দেখুন