কলকাতা বিভাগে ফিরে যান

চিকিৎসকদের কর্মবিরতি উঠছে না, চিন্তায় রোগীরা

August 21, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। আর এই অপরাধের তদন্ত করছে সিবিআই। এই আবহে চলছে জোরদার আন্দোলন। আজ, মঙ্গলবার আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানাল সুপ্রিম কোর্ট। কারণ, তা না হলে বহু রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে সাত সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।

আর চিকিৎসকদের দাবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাসও দেওয়া হয়েছে। একইসঙ্গে চিকিৎসা পরিষেবা সচল রাখতে কর্মবিরতি তুলে নিতে অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট। আন্দোলনকারীদের সর্বভারতীয় সংগঠন ‘অল ইন্ডিয়া রেসিডেন্টস অ্যান্ড জুনিয়র ডক্টর্স জয়েন্ট অ্যাকশন ফোরাম’ এক বিবৃতিতে জানায়, তারা দোষীদের দ্রুত শাস্তি চেয়েছিল। ঘটনায় জড়িত প্রভাবশালীদের গ্রেপ্তারির দাবি তুলেছিল। তা না হলে আর জি করের পুনরাবৃত্তির আশঙ্কা থেকে যাবে। ডাক্তারদের অপর এক সর্বভারতীয় সংগঠন ইউডিএফ’ও জানিয়েছে, কর্মবিরতি চলবে। ডাঃ সৌরভ রায় বলেন, ‘আমরা এখনই কর্মবিরতি তুলছি না।’ জিবি বৈঠকের পর রাতে সে কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েও দেওয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#doctors, #doctors strike, #RG Kar Protest, #patients

আরো দেখুন