খেলা বিভাগে ফিরে যান

জেসিন ও আশিকের গোলে পিয়ারলেসকে হারাল লাল-হলুদ

August 25, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার অতিবৃষ্টি জেরে বাতিল হওয়া ইস্টবেঙ্গল ও পিয়ারলেস ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার। জেসিন ও আশিকের গোলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতল লাল-হলুদ। তিন পয়েন্ট নিয়ে লিগশীর্ষে ওঠে ইস্টবেঙ্গল। অন্য ম্যাচে ভবানীপুর জয় পাওয়ায় সমান পয়েন্ট নিয়েও শীর্ষস্থান হাতছাড়া হয়েছে লাল-হলুদের।

৭৭ মিনিটে বাঁদিক থেকে বল নিয়ে উঠে যান জেসিন। সেখান থেকে আশিককে বল দেন, বল জালে জড়িয়ে দেন আশিক। কিছুক্ষণের মধ্যেই ফের আক্রমণ, দূরপাল্লার শটে নিজেই গোল করেন। ৮৭ মিনিটে গোল করে ব্যবধান কমান পিয়ারলেসের চাইনে, গোলকিপার আদিত্য পাত্রর মাথার উপর দিয়ে জালে জড়িয়ে দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Match, #Peerless, #East Bengal, #Football

আরো দেখুন