রাজ্য বিভাগে ফিরে যান

চিনে নিন ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-র আড়ালে কারা?

August 29, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আরজি করকাণ্ডের জেরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়ে রাতারাতি নজর কেড়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’। মঙ্গলবার, ছাত্র সমাজের ডাকা এই কর্মসূচি থেকে পুলিশকে ব্যাপক আক্রমণ করা হয়। নবান্ন অভিযানের পরই গ্রেপ্তার করা হয়েছে ছাত্র সমাজের অন্যতম প্রধান মুখ সায়ন লাহিড়িকে। ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। খুনের চেষ্টা, বেআইনি জমায়েত-সহ সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ তাঁর বিরুদ্ধে।

‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ বলে কোনও সংগঠন আছে কি-না রাজ্যে, তা কেউই জানত না। আচমকাই ধূমকেতুর মতো উদয় হওয়া সংগঠন আদতে কী? আদৌ কি সংগঠন ‘অরাজনৈতিক’? না-কি নেপথ্যে রয়েছে রাজনীতির অঙ্ক?

ছাত্রদের একটি সংগঠন, যা ‘অরাজনৈতিক’ বলে দাবি করা হচ্ছিল, তার আহ্বাকেরা আরএসএস তথা বিজেপির সক্রিয় কর্মী। সংগঠনের আরেক সদস্য আরএসএসের সদস্য বলে নিজে মুখে স্বীকার করেছেন। সংগঠন আদৌ ‘অরাজনৈতিক’ কি-না, তা নিয়ে রাজনৈতিক চাপানউতর চলছে।

তাৎপর্যপূর্ণভাবে, ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে সমর্থন জানিয়েছিল বিজেপি। ওই কর্মসূচিতে পুলিশি অত্যাচারের প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ পালন করছে পদ্ম শিবির। সায়নের গ্রেফতারের পর সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যপালকে উদ্যোগ নিতে বলেছেন সুকান্ত। এখানেই উঠছে প্রশ্ন!

TwitterFacebookWhatsAppEmailShare

#Protest, #nabanna abhijan, #arrest, #sayan lahiri

আরো দেখুন