কলকাতা বিভাগে ফিরে যান

হাসপাতালের সিটি স্ক্যান বিভাগে কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত

September 2, 2024 | 2 min read

— প্রতীকী চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাওড়া জেলা হাসপাতালের সিটি স্ক্যান বিভাগে ১৩ বছরের এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। তার পরিপ্রেক্ষিতে শনিবার রাতে আমন রাজ নামে এক অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ। রবিবার সকাল থেকে সুপারের চেম্বার ঘিরে বিক্ষোভ দেখায় সিপিএমের মহিলা ও যুব সংগঠন। বিক্ষোভে নামে বিজেপি। বিশাল বাহিনী মোতায়ন করা হয়। জেলা স্বাস্থ্যদপ্তরও কড়া পদক্ষেপ করে।

জানা যাচ্ছে, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ২৮ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিল শিবপুরের কিশোরী। শনিবার রাতে সাড়ে দশটা নাগাদ তাকে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতাল চত্বরেই রয়েছে সিটি স্ক্যান সেন্টারটি। নাবালিকার পরিবারকে বাইরে অপেক্ষা করতে বলে তাকে ভিতরে সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে অভিযুক্ত অস্থায়ী কর্মী আমন রাজ ছাড়া আর কেউই ছিল না। অভিযোগ, বন্ধ ঘরে আমন নাবালিকাকে যৌন হেনস্তা করে। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর মেয়ে ফিরছে না-দেখে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা ভিতরে ঢুকতে গেলে দৌড়ে বেরিয়ে আসে নাবালিকা। ঘটনার কথা জানালে অভিযুক্তকে ধরে ফেলেন পরিবারের সদস্যরা। হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। আমনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক একদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, বেসরকারি সংস্থা পরিচালিত সিটি স্ক্যান সেন্টারে বেশ কিছুদিন ধরেই স্ক্যানার মেশিন খারাপ ছিল। শনিবার রাতে সেটিকে সচল করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু জানানো হয়নি। হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত বলেন, অভিযুক্তের বিরুদ্ধে স্বাস্থ্যদপ্তরের তরফে এফআইআর করা হয়েছে। শোকজ করা হয়েছে পিপিপি মডেলে সিটি স্ক্যান সেন্টার চালানো সংশ্লিষ্ট সংস্থাকে। ঘটনার তদন্তে ১২ জনের কমিটি গড়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#CT scan, #Teenage girl, #sexually assaulted, #hospital

আরো দেখুন