রাজ্য বিভাগে ফিরে যান

বিরল ছবি বাংলায়, নগরপালের বিরুদ্ধে বিক্ষোভকারী চিকিৎসকদের খাবার দিচ্ছে পুলিশ কর্মীরাই

September 4, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: ফেসবুক

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: পুলিশ জুনিয়র চিকিৎসকদের মিছিল আটকে দিতেই বিক্ষোভের সূত্রপাতের। তারপর থেকে লাগাতার পুলিশকে লক্ষ্য করে তীর্যক কটাক্ষ, কখনও আবার সমবেত ভাবে গান গেয়েছেন বিক্ষোভকারী চিকিৎসকরা৷ অবশেষে বিনীত গোয়েলের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁদের।

সেই সঙ্গে দেখা গেল ব্যতিক্রমী ছবি৷ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, রাস্তায় বসে থাকা জুনিয়র চিকিৎসকদের হাতে নরম পানীয়ের প্যাকেট তুলে দিচ্ছেন এক পুলিশকর্মী৷ আরজি কর কাণ্ডের পর পুলিশ সম্পর্কে একদল রাজনীতির মানুষ আম জনতাকে ক্ষেপিয়ে তুলছেন, সেই সংঘাতের আবহে এই ছবি নিঃসন্দেহে ব্যতিক্রমী৷

TwitterFacebookWhatsAppEmailShare

#cp, #West Bengal, #Kolkata Police, #doctors, #junior doctors, #vineet goyal

আরো দেখুন