ভিনেশ, বজরংদের আক্রমণ করে অস্বস্তিতে BJP, বৃজভূষণকে মুখে তালা দেওয়ার নিদান
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কুস্তিগীর ভিনেশ ফোগত ও বজরং পুনিয়ার বিরুদ্ধে কুৎসিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ বৃজভূষণ শরণ সিং। দেশের মুখ যাঁরা উজ্জ্বল করেছেন, তাঁদের নিয়ে দলের নেতার বেফাঁস মন্তব্যে অস্বস্তিতে বিজেপি। তড়িঘড়ি বৃজভূষণকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিল বিজেপি। হরিয়ানায় বিধানসভা নির্বাচনের আগে বৃজভূষণকে চুপ থাকতে বলা হয়েছে। লাগাতার কৃষক আন্দোলনের জেরে হরিয়ানায় এমনিতেই চাপে বিজেপি। গেরুয়া প্রার্থীতালিকা নিয়ে দলের অন্দরে প্রবল বিদ্রোহে ব্যাকফুটে দল। এই পরিস্থিতিতে বৃজভূষণের মন্তব্য নিয়ে সাবধানী অবস্থান নিল গেরুয়া শিবির।
কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা গেরুয়া সাংসদ বৃজভূষণের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে রাস্তায় নেমেছিলেন কুস্তিগীররা। আন্দোলনে সামনের সারিতে ছিলেন ভিনেশ ও পুনিয়া। শুক্রবার তাঁরা কংগ্রেসে যোগ দেন। তারপরেই বৃজভূষণ দাবি করেন, ভিনেশ ট্রায়ালে জোচ্চুরি করে অলিম্পিকে গিয়েছিলেন। ভগবান শাস্তি দিয়েছেন। তাই তাঁকে অলিম্পিক থেকে খালি হাতে ফিরতে হয়েছে। পুনিয়াও ট্রায়াল না-দিয়ে এশিয়ান গেমসে গিয়েছিলেন বলে দাবি করেন তিনি। তিনি বলেন, ওঁরা হরিয়ানার যেকোনও বিধানসভা আসন থেকে লড়াই করতে পারে, কোনও অনামী বিজেপি প্রার্থীও ওঁদের হারিয়ে দেবেন।
রবিবারই প্রচার শুরু করেছেন জুলানা আসনের কংগ্রেস প্রার্থী ভিনেশ। বৃজভূষণের মন্তব্য প্রসঙ্গে ভিনেশ বলেন, “বৃজভূষণের মন্তব্যই তাঁর মানসিকতার পরিচয় দেয়। আমার দেশ আমার পাশে দাঁড়িয়েছে। আমার কাছের মানুষরা পাশে দাঁড়িয়েছেন। তাঁরাই আমার কাছে গুরুত্বপুর্ণ।” জুলানায় ভিনেশকে স্বাগত জানাতে উপড়ে পড়েছিল ভিড়। বিভিন্ন খাপ পঞ্চায়েতের সদস্যরা ভিনেশকে ঢোল বাজিয়ে, মালা পরিয়ে আশীর্বাদ করেন। দিকে দিকে ‘ভিনেশ ফোগাট জিন্দাবাদ’ স্লোগান ওঠে। ভিনেশ বলেন, দেশের প্রতিটি প্রান্তের মানুষ তাঁকে স্বাগত জানিয়েছে। মানুষের ভালোবাসায় তিনি সব যন্ত্রণা ভুলে গিয়েছেন।
অন্যদিকে, চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন বজরং পুনিয়ার। তাঁকে হোয়াটসঅ্যাপে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। হরিয়ানার সোনিপতের বহালগড় থানায় অভিযোগ দায়ের করেছেন বজরং। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। জানা যাচ্ছে, বিদেশি নম্বর থেকে হুমকি মেসেজ এসেছে। গত শুক্রবার কংগ্রেসে যোগদান করেন বজরং। তাঁকে কিষান কংগ্রেসের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।