খেলা বিভাগে ফিরে যান

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট দলে বাংলার আকাশ দীপ, ঋষভ পন্থ

September 9, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৬ জনের স্কোয়াডে বড় চমক যশ দয়ালের অন্তর্ভুক্তি। উত্তর প্রদেশের এই উদীয়মান পেসার আইপিএলে সাড়া ফেলেছিলেন। অথচ তার আগের মরশুমে দয়ালের এক ওভারেই পাঁচটা ছক্কা হাঁকিয়েছিলেন রিঙ্কু সিং। সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ান তিনি। দুরন্ত পারফরম্যান্স মেলে ধরার সুবাদে জাতীয় দলে ডাক পেলেন।

বাংলার আকাশ দীপ সুযোগ পেয়েছেন ১৬ জনের দলে। ফিরলেন ঋষভ পন্থও। পন্থ শেষ বার টেস্ট খেলেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। মিরপুরে ছিল সেই ম্যাচ। যে ম্যাচের পর দিল্লি থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে। ২০২২ সালের পর আবার টেস্ট দলে ফিরলেন পন্থ। আবারও সেই বাংলাদেশের বিরুদ্ধেই। মাঝে যদিও ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন পন্থ। তার আগে আইপিএলেও খেলতে দেখা গিয়েছিল তাঁকে। তবে সে সব ছিল সাদা বলের ম্যাচ। এ বার লাল বলের ক্রিকেটেও প্রত্যাবর্তন পন্থের। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে জায়গা করে নিয়েছেন ধ্রুব জুরেল।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে কামব্যাক হচ্ছে যশপ্রীত বুমরাহর। টি-২০ বিশ্বকাপের পর তাঁকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কারণ, দশটি টেস্ট খেলবে ভারত। তাই বুমরাহর ওয়ার্কলোড কমানোর কথা ভাবা হয়েছিল। আছেন মহম্মদ সিরাজও। দু’টি টেস্ট হবে চেন্নাই ও কানপুরে। স্পিনারদের প্রাধান্য দেখা যেতে পারে। সেকথা মাথায় রেখে দলে রাখা হয়েছে চার স্পিনার। তার মধ্যে তিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল যেমন আছেন, তেমনি সুযোগ পেয়েছেন কুলদীপ যাদবও।

ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ় খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা এবং যশ দয়াল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rishabh Pant, #Test Cricket, #Mukesh Kumar, #Bengal squad, #Bangladesh

আরো দেখুন