দেশ বিভাগে ফিরে যান

রেলমন্ত্রকে জমা পড়েছে ৩০ হাজারের বেশি আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

September 9, 2024 | < 1 min read

————ফাইল চিত্র

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দ্বিতীয় মোদী জমানায় পাঁচ বছরে রেলে ৩০ হাজারের বেশি দুর্নীতি সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। ফি বছরে গড়ে প্রায় ছ’হাজার করে আর্থিক কেলেঙ্কারির নালিশ এসেছে রেলমন্ত্রকে। আরটিআইয়ের এক আবেদনের জবাবে খোদ কেন্দ্র এই তথ্য প্রকাশ করেছে। এই পরিসংখ্যানকে যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছে অভিজ্ঞ মহল।

রেলে দুর্নীতির অভিযোগের পরিসংখ্যান জানতে চেয়ে আরটিআই আইনে আবেদন জানিয়েছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা সমাজকর্মী চন্দ্রশেখর গৌড়। শেষ পাঁচ বছরে দুর্নীতি ও ঘুষ সংক্রান্ত কত অভিযোগ রেলের কাছে জমা পড়েছে? তা জানতে চাওয়া হয়েছিল। রেলমন্ত্রকের পদক্ষেপ কী, সেটিও জানতে চেয়েছেন আবেদনকারী। আবেদনের জবাবে একমাত্র দুর্নীতি সংক্রান্ত অভিযোগের সর্বমোট সংখ্যার হিসেব দিয়েছে রেল বোর্ড। ২০১৯ সালের জুলাই থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত ‘করাপশন ক্যাটিগরি’তে মোট ৩০ হাজার ২৬৬টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। এ ব্যাপারে কী কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে কোনও জবাব দেওয়া হয়নি। প্রশ্ন উঠছে, রেলে দুর্নীতি রুখতে অশ্বিনী বৈষ্ণব কি আদৌ সচেষ্ট?

কেবল রেল-মদদেই যদি পাঁচ বছরে ৩০ হাজারেরও বেশি দুর্নীতি সংক্রান্ত অভিযোগ জমা পড়ে, তাহলে মন্ত্রকের অন্যান্য ব্যবস্থা মিলিয়ে অভিযোগের সংখ্যা কত? রেলের সরকারি নম্বর ১৩৯-এ ফোন করে এ ব্যাপারে অভিযোগ জানাতে পারেন সাধারণ মানুষ। পাঠাতে পারেন ই-মেল। ডাকযোগেও আসতে পারে লিখিত অভিযোগ। সমস্ত সূত্রে প্রাপ্ত অভিযোগের সংখ্যা গুণতে বসলে তা কোথায় গিয়ে থামবে?

TwitterFacebookWhatsAppEmailShare

#Corruption, #Scam, #financial corruption, #Indian Railways

আরো দেখুন