রাজ্য বিভাগে ফিরে যান

চিকিৎসকদের কর্মবিরতির কারণে লক্ষাধিক মানুষ বিপন্ন হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত কাজে ফেরার অনুরোধ তৃণমূলের

September 9, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে কড়া নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে সোমবার সাংবাদিক বৈঠক করে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ। এবার এ নিয়েই মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক।

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে সাধুবাদ জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জুনিয়র ডাক্তারদের দাবিকে, আমরাও নৈতিক সমর্থন জানাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট নিয়ে বিরোধী রাজনৈতিক দল জলঘোলা করার চেষ্টা করছিল। সুপ্রিম কোর্ট আজ যে রায় দিয়েছে তাতে একটা জিনিস স্পষ্ট যে অভিষেকের টুইট যাথযত সঙ্গত ছিল।

তিনি আরও বলেন, আমাদের আবার অনুরোধ, তাঁরা কাজে ফিরুন। ২৩ জন মারা গিয়েছেন বিনা চিকিৎসায়। আমার বিধানসভা এলাকা ডেঙ্গিতে আজ একজন মারা গিয়েছেন। সব মিলিয়ে সংখ্যাটা ২৪ হয়েছে। এই কর্মবিরতির কারণে লক্ষাধিক মানুষ বিপন্ন হয়েছে।’ একই কথা বলেন ব্য়ারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকও। তাঁর কখায়, ‘মূল ইস্যু থেকে আমরা দূরে সরে গিয়েছি। ধর্ষণ ও খুনের বিচার হোক তাড়াতাড়ি সেটা আমরা চেয়েছিলাম। ২৭ দিন পেরিয়ে গেছে সিবিআইয়ের হাতে তদন্ত। কিন্তু আদালতে তাদের আইনজীবী অনুপস্থিত থেকেছেন। গ্রামের গরিব মানুষ ডাক্তার বাবুদের ভগবান মনে করেন। তাঁদের প্রতি ভগবানের মতো আচরণ করুন।’

সিপিএমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে পার্থ বলেন, ‘সিপিএমের কাছে একটা মৃতদেহ দরকার ছিল। তারা সেটা পেয়েছেন। দুই বিরোধী দলের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা চলছে। আমাদের নির্যাতিতার খুন ও ধর্ষণের ঘটনা চলে গেছে দ্বিতীয় সারিতে। তবে মানুষ এর জবাব দেবে।’

সোমবার সকালে সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের দ্বিতীয় শুনানি শেষ হতেই প্রশাসনিক বৈঠকে পুজো প্রস্তুতিতে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সভাঘরে বৈঠকে তিনি বললেন, ‘১ মাস ১ দিন হয়ে গিয়েছে এবার উৎসবে ফিরুন। সিবিআই তদন্ত শেষ করুক দ্রুত।’ এ প্রসঙ্গে ব্রাত্য বসু জানান, মুখ্যমন্ত্রী পুজোর সঙ্গে জড়িয়ে যাওয়া অর্থনীতির কথা বলেছেন। একাংশ এর বিকৃত ব্যাখ্যা করছেন। অনেক মানুষের রুটি রোজগার যুক্ত থাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#supreme court, #tmc, #Supreme Court of India

আরো দেখুন