উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

এবারের পুজোয় সুপারহিট মহিলাদের জিমিচু, সারারা

September 11, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দুর্গাপুজোয় মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছেন শহরবাসী। কেনাকাটা করতে ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছেন মানুষ। পোশাক কেনার তালিকাও তৈরি করে ফেলেছেন অনেকে। দোকানদাররাও বিভিন্ন ফ্যাশনের পোশাক তুলেছেন দোকানে। মহিলাদের জন্য নানারকমের শাড়ি থেকে সালোয়ার রয়েছে, পুরুষদের জন্য নানারকমের প্যান্ট, শার্ট ও পাঞ্জাবি দোকানে মিলছে।

পুজোয় মহিলাদের জিমিচু, রেডি টু ওয়ার শাড়ির যেমন চাহিদা রয়েছে তুঙ্গে। সারারা, প্লাজোর মতো ড্রেসও বিক্রি হচ্ছে দেদার। ব্লক সিল্ক, তসর, কলাক্ষেত্র, কাঁথাস্টিচ, ঘিচা শাড়িও বিক্রি হচ্ছে দোকানগুলিতে। এবছর পুজো উপলক্ষ্যে জিমিচু, সারারা, রেডি টু ওয়ার বেশি চলছে। কুর্তি, ওয়ান পিস, কো-অর্ড সারা বছর চললেও পুজো এলে এই সমস্ত পোশাকগুলির আরও চাহিদা বেড়ে যায়।

হাতের কাজ করা শাড়ি মহিলারা বেশি পছন্দ করেন। পুজো উপলক্ষ্যে আমরা এবছর এসব শাড়িই তুলেছি। পাশাপাশি ছেলেদের জন্য রয়েছে কাঁথাস্টিচের শার্ট ও তসরের পাঞ্জাবি। দোকানগুলিতে বেশ রমরমিয়ে বিক্রি হচ্ছে জিন্স শার্ট ও প্যান্ট। চেক শার্ট ও ফরমাল প্যান্টের ভালো চাহিদা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga puja, #Jimichu, #Sara, #Women

আরো দেখুন