দেশ বিভাগে ফিরে যান

কেজরিওয়ালকে জামিন দিল সুপ্রিম কোর্ট

September 13, 2024 | < 1 min read

জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা ভোটের আগেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তবে ভোটের সময় দিন সাতেকের জন্য সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছিল। তারপর গত ২১ মে থেকে দিল্লির মুখ্যমন্ত্রী তিহাড় জেলে বন্দি। এর আগে কেজরিওয়াল ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন। এবার সিবিআইয়ের মামলায় জামিন পেয়ে জেলমুক্তি ঘটতে চলেছে তাঁর।

আবগারি মামলায় সিবিআইয়ের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন কেজরি। জামিন চেয়ে প্রথমে তিনি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন। পরে সুপ্রিম কোর্টে মামলা যায়। গত ৫ সেপ্টেম্বর সেই সংক্রান্ত শুনানি শেষ হয় শীর্ষ আদালতে। তার পর রায় স্থগিত রাখা হয়েছিল। শুক্রবার রায় ঘোষণা হল এবং জামিন পেলেন কেজরিওয়াল।

TwitterFacebookWhatsAppEmailShare

#arvind kejriwal, #Bail, #aap

আরো দেখুন