দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

সুন্দরবনের মৌলিদের জন্য মুখোশ তৈরি করছে স্কুল পড়ুয়ারা

September 13, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার স্কুলের ছাত্রছাত্রীরা সুন্দরবনের মৌলিদের জন্য তৈরি করছে মুখোশ। আগামী দিনে বিনামূল্যে এই মুখোশগুলো মৌলিদের হাতে তুলে দেওয়া হবে। গভীর জঙ্গলে মধু সংগ্রহের সময় মৌলিদের মুখোশ প্রয়োজন হয়। সুন্দরবনের বাঘের থাবা থেকে বাঁচতে মাথার পিছন দিকে মুখোশ পরেন মৌলিরা। বাঘ যাতে বুঝতে না-পারে, তাঁরা পিছন ফিরে কাজ করছেন। বাঘ সব সময় পিছন দিকে থাবা বসায়।

কাকদ্বীপের সুন্দরবন আর্ট অ্যাকাডেমির পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মুখোশ তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা প্রশিক্ষণ নিয়ে এখন বাড়িতে বসেই বিভিন্ন মুখোশ তৈরি করছে। মুখোশগুলি আগামী দিনে বিনামূল্যে মৌলিদের হাতে তুলে দেওয়া হবে।

সুন্দরবন আর্ট অ্যাকাডেমি প্রায় ৬০ জন ছাত্র-ছাত্রীকে মুখোশ তৈরির প্রশিক্ষণ দিয়েছে। পড়ুয়ারা প্রত্যেকেই পাঁচটি করে মুখোশ তৈরি করেছে। আগামী দিনে সুন্দরবনের মৌলিরা যাতে নিজেরাই মুখোশ তৈরি করতে পারেন, সেকারণে তাঁদেরও প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#School children, #moulis, #sundarbans, #masks, #students

আরো দেখুন