রাজ্য বিভাগে ফিরে যান

আরজি কর কাণ্ডের আবহে বরানগরের সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল

September 16, 2024 | < 1 min read

প্রতীকী চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বরানগরের সমবায় নির্বাচনে জয়ী হল শাসক দল। রবিবার তৃণমূল সমর্থিত প্যানেলের ১১ জন প্রার্থী বড় মার্জিনে জয়ী হন। আগেই শাসক দলের এক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরানগরের বনহুগলি সমবায় ভাণ্ডারের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র উৎসাহ তৈরি হয়েছিল। এই সমবায়ের মোট সদস্য সংখ্যা ৩২০ জন। গত এক মাস ধরে নাগরিকদের ক্ষোভের আবহে সিপিএম সহ বিরোধীরা ফায়দা তোলার চেষ্টা করলেও কার্যত ব্যর্থ হয়েছে। এদিন সকাল থেকে এই নির্বাচনের জন্য বরানগর পুরসভার সমস্ত তৃণমূল কাউন্সিলার ও নেতারা উপস্থিত হয়েছিলেন। বিকেলে ভোট গণনার পর শেষ হাসি হাসে শাসক শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

#Baranagar, #elections, #Co-operative Societies, #tmc

আরো দেখুন