খেলা বিভাগে ফিরে যান

আজ চেন্নাইয়ে প্রথম টেস্টে মুখোমুখি ভারত-বাংলাদেশ

September 19, 2024 | < 1 min read

ছবি সৌজন্য: ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু আজ।

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামের পিচ মূলত স্পিনারদের স্বর্গরাজ্য। ব্যাটসম্যানদের কাজ কঠিন হবে। প্রথম দিকে নতুন বলে পেসাররা কিছুটা দাপট দেখালেও দেখাতে পারেন, তবে ম্যাচের রাশ যে স্পিনারদের হাতেই থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণে তিন স্পিনার খেলাতে পারে ভারত। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে দেখা যেতে পারে রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবকে।

সাকিব, তাইজুলের সঙ্গে মেহেদি হাসান মিরাজের মতো দক্ষ স্পিনারকে নিয়ে নামতে পারে বাংলাদেশ। আজ ভারত খেলাতে পারে দুই পেসার বুমরাহ ও সিরাজকে। রোহিত শর্মার সঙ্গে শুরুতে থাকবেন যশস্বী জয়সওয়াল। তিনে আসবেন শুভমান গিল। চার নম্বরে ব্যাট করবেন বিরাট কোহলি। টেস্ট ম্যাচে কামব্যাক হচ্ছে ঋষভ পন্থ ও কেএল রাহুলের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Chennai, #test match, #India, #Bangladesh

আরো দেখুন