হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

ভারতের একমাত্র অষ্টভূজাকৃতি বাড়ি রয়েছে কলকাতায়, কোথায় আছে জানেন?

September 20, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার অলিতে-গলিতে লুকিয়ে রয়েছে বিস্ময়। শহরের বনেদিয়ানা ধরা দেয় শহরের স্থাপত্যে। কলকাতার অষ্টভূজাকৃতি বাড়ির নাম হল ‘মাধো ভবন’। মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন থেকে ঢিলছোঁড়া দূরত্বে, সেন্ট্রাল এভিনিউ ও এমজি রোডের মোড়ের কাছে রয়েছে বাড়িটি। ১৯২২ সালে তৈরি বাড়িটি নির্মাণ করা হয়।

গেট দিয়ে, ঢুকে এগিয়ে দালানের মাঝখানে মাথা তুললেই দেখা যাবে একফালি আকাশ। আকাশকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে অষ্টভূজাকৃতি বাড়িটি। বাড়ির বয়স ১০২ বছর। একদা এ বাড়িতে আশ্রয় নিতেন রাজস্থান থেকে ভাগ্যের সন্ধানে কলকাতায় আসা বহু পরিবার।

TwitterFacebookWhatsAppEmailShare

#octagonal house, #India, #Kolkata

আরো দেখুন