পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

হীরক জয়ন্তী বর্ষে ১৬ ফুটের প্রতিমা গড়ছে পুরুলিয়ার স্টেশনপাড়া ডাকবাংলো সর্বজনীন

September 26, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হীরক জয়ন্তী বর্ষে দর্শকদের জন্য একাধিক আকর্ষণের ব্যবস্থা করছে পুরুলিয়ার স্টেশনপাড়া ডাকবাংলো সর্বজনীন দুর্গাপুজো কমিটি। তৈরি হচ্ছে ১৬ ফুটের প্রতিমা। মণ্ডপসজ্জায় অভিনবত্ব আনছেন আয়োজকেরা। এবার তাদের পুজো ৬০ বছরে পড়ল। মিশরের দেবীর আদলে প্রায় ১৬ ফুটের মায়ের প্রতিমা হবে।

মণ্ডপসজ্জার মাধ্যমে ভ্রুণ হত্যা-সহ নারী নির্যাতন রোখার বার্তা দেওয়া হবে। পুরুলিয়ার শিল্পী চন্দন সহিস এবং থিমের কাজ করছেন শিল্পী বাপি ভার্মা। দর্শনার্থীদের বিশেষ সমাজ সচেতনতার বার্তা দেওয়া হবে মন্ডপ সজ্জার মধ্য দিয়ে। পঞ্চমীর দিনই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ডাকবাংলার মাঠে বৃক্ষরোপণের মধ্য দিয়ে পুজোর উদ্বোধন করা হবে।

স্টেশনপাড়া ডাকবাংলোর পুজো দেখতে প্রতি বছর বহু মানুষ ভিড় জমান। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শহরের মানুষের ভিড় উপচে পড়ে। জেলার বিভিন্ন প্রান্তের গ্রামগঞ্জ থেকেও বহু দর্শনার্থী আসেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dakbungalow Sarbojanin, #Diamond Jubilee year, #Purulia

আরো দেখুন