খেলা বিভাগে ফিরে যান

IPL-এ বিদেশি খেলোয়াড়দের জন্য কী নিয়ম আনল BCCI?

September 29, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিদেশের ক্রিকেটারদের নিয়ে ফি বছর আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো নানান সমস্যায় পড়ে। নিলামে ভালো দরে দল পাওয়ার পরও নানা কারণ দেখিয়ে সরে দাঁড়ান তাঁরা। এমন কাজ করা ক্রিকেটারদের বিরুদ্ধে পদক্ষেপ করতে BCCI-র কাছে ফ্র্যাঞ্চাইজিগুলো বারবার দরবার করে। এবার সিদ্ধান্ত নিল ভারতীয় বোর্ড। সাসপেনশনের নিয়ম চালু করা হল।

জুলাইয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গর্ভনিং কাউন্সিলের বৈঠকে ফ্র্যাঞ্চাইজিগুলো প্লেয়ারদের নাম তুলে নেওয়া নিয়ে বোর্ডের পদক্ষেপ দাবি করে সরব হয়। বিদেশি প্লেয়াররা নাম তুলে নেওয়ায় টিমগুলোর রণকৌশল ঠিক করতে সমস্যা হয়। সাজানো পরিকল্পনা ভেস্তে যায়।

নিয়ম এনেছে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। নয়া নিয়মে বলা হয়েছে, যেকোনও ক্রিকেটার নিলামে দল পাওয়ার পর টুর্নামেন্ট থেকে নাম তুলে নেন তাঁকে জোড়া মরশুমের জন্য আইপিএলে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। যদি কোনও প্লেয়ার শারীরিক কারণে নাম প্রত্যাহার করেন ও যদি সংশ্লিষ্ট প্লেয়ারের বোর্ড অনুমতি দেয়, সেক্ষেত্রে তাঁরা নিয়মের আওতায় পড়বেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

#foreign player, #ipl 2025, #IPL

আরো দেখুন