রাজ্য বিভাগে ফিরে যান

সরকারি ত্রাণের ত্রিপল বিক্রি হচ্ছে, ধরে ফেলল গ্রামবাসীরা

October 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একটা ত্রিপলের জন্য হাহাকার করছে, তখন মালদার রাস্তায় ত্রাণের ত্রিপল বিক্রি করতে দেখা গেল এক ফেরিওয়ালাকে। সোমবার মালদার বৈষ্ণবনগরে স্থানীয়রা ওই ফেরিওয়ালাকে ধরে ফেলেন। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এরপর গ্রামবাসীরা ওই যুবককে বেশ কিছুক্ষণ আটকে রাখে। তার কাছে মোটরবাইকে ভর্তি কমপক্ষে সরকারি লোগো দেওয়া বেশ কিছু ত্রিপল উদ্ধার হয়। যার মধ্যে বিশ্ব বাংলা ও রাজ্য সরকারের সিম্বল দেওয়া রয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ত্রিপল বিক্রেতা ওই যুবককে চাপ দিতেই গ্রামবাসীদের সামনে সে বলে ফেলে এগুলি বন্যা কবলিত ভূতনির বানভাসিরা বিক্রি করেছেন। আর সেগুলোই সস্তায় কিনেই বিভিন্ন প্রান্তে হাটে ও বাজারে তাঁরা বিক্রি করছেন।

ওদিকে ঘটনার দায় বিজেপির ওপর চাপিয়েছে তৃণমূল। তাদের দাবি, বিভিন্ন জায়গায় স্থানীয়দের দিয়ে ত্রাণ লুঠ করিয়ে দিচ্ছে বিজেপি। তার পর সেই ত্রাণসামগ্রী বিক্রি করে দিচ্ছে তারা। এভাবেই ত্রাণসামগ্রী খোলা বাজারে চলে আসছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Baishnabnagar, #government relief, #tarpaulins, #malda

আরো দেখুন