পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

অষ্টমীতে সিঁদুর খেলা হয় হাওড়ার সাঁকরাইলের পালবাড়িতে

October 10, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাওড়ার সাঁকরাইলের পালবাড়িতে ২০০ বছর ধরে দুর্গা পুজো হচ্ছে। এই বাড়িতে দশমীতে নয় সিঁদুর খেলা হয় অষ্টমীতে। বাড়ির বড় ছেলে ললিতচন্দ্র পাল মাত্র ১৮ বছর বয়সে মারা গিয়েছিলেন। দিনটি ছিল দুর্গা পুজোর অষ্টমী। সেদিনই সিঁদুর খেলা সহ-যাবতীয় নিয়ম মিটিয়ে বিসর্জন দেওয়া হয়েছিল দুর্গাকে। এরপর থেকেই অষ্টমীতে সিঁদুর খেলা শুরু হয়। গ্রামের সধবারাও তাতে অংশ নেন।

আন্দুল রাজাদের দেওয়ান চূড়ামণি পাল রাজগঞ্জে তিনটি গ্রামের জমিদারিত্ব পেয়েছিলেন। তারপর রাজগঞ্জে বিশাল অট্টালিকা তৈরি করেন। শুরু করেন দুর্গাপুজো। বিরাট দুর্গা মণ্ডপ গড়ে ওঠে।

এই বংশের অন্যতম পুরুষ নফরচন্দ্র পাল দুর্গাপুজোর দায়িত্ব পালন করতে তৈরি করেছিলেন দেবত্র ট্রাস্ট। তা দিয়েই পালবাড়ির পুজো হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Palbari, #howrah, #sankrail, #Durga Puja 2024

আরো দেখুন