বিবিধ বিভাগে ফিরে যান

বন্যায় জবা সহ একাধিক ফুলের গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, কালীপুজোর আগে বাড়তে শুরু করেছে জবা ও বেলপাতার দাম

October 26, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ৩১ অক্টোবর কালীপুজো। সেই কারণে বাজারে জবা, বেলপাতা ও অপরাজিতা ফুলের চাহিদা ঊর্ধ্বমুখী। বন্যায় জবা সহ একাধিক ফুলের গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জেলায়। ফলে কলকাতার পাইকারি ফুল বাজার সহ বিভিন্ন খুচরো বাজারেও জবা ফুলের দাম বাড়তে শুরু করেছে।

কলকাতার জগন্নাথ ঘাট ফুল বাজারের ব্যবসায়ী ও চাষিদের বক্তব্য, পরিস্থিতি যা, তাতে কালীপুজোর দু’তিন দিন আগে থেকেই খুচরো বাজারে প্রতি পিস জবার কুঁড়ির দাম গিয়ে দাঁড়াবে দু’টাকায়। অন্য সময় এক হাজার জবাব কুঁড়ির বান্ডিল বিক্রি হয়ে থাকে পাইকারি বাজারে মাত্র ৮০-১০০ টাকায়। ফলে খুচরো বাজারেও দাম থাকে কিছুটা কম।

কলকাতার জগন্নাথ ঘাট ফুল বাজারের ব্যবসায়ী ও চাষিদের বক্তব্য, পরিস্থিতি যা, তাতে কালীপুজোর দু’তিন দিন আগে থেকেই খুচরো বাজারে প্রতি পিস জবার কুঁড়ির দাম গিয়ে দাঁড়াবে দু’টাকায়। অন্য সময় এক হাজার জবাব কুঁড়ির বান্ডিল বিক্রি হয়ে থাকে পাইকারি বাজারে মাত্র ৮০-১০০ টাকায়। ফলে খুচরো বাজারেও দাম থাকে কিছুটা কম। ফুল বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের একাংশের বক্তব্য, প্রাকৃতিক দুর্যোগের কারণেই এবার জবা, বেলপাতা সহ অন্যান্য ফুলের দাম অনেকটাই বাড়বে কালীপুজোর কয়েকদিন আগে থেকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#hibiscus flowers, #Kali Puja 2024, #bel leaves, #kali puja

আরো দেখুন