রাজ্য বিভাগে ফিরে যান

মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ, তন্ময়কে সাসপেন্ড CPI(M)-র

October 28, 2024 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগের জেরে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে পদক্ষেপ করল আলিমুদ্দিন। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন সাসপেন্ড করা হচ্ছে তন্ময়কে।

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম রবিবার বলেন, “আমি শুনেছি এক তরুণী সাংবাদিক অভিযোগ করেছেন। তন্ময় বরাবরই বাড়ি থেকে সাক্ষাৎকার দেয়, যদিও জানি না কেন এটা করে। তবে যা অভিযোগ পেয়েছি তা খতিয়ে দেখা হবে। এটা কোনওভাবেই ছোট করে দেখা হবে না। আপনারাও কেউ ছোট করে দেখবেন না।” মহম্মদ সেলিম জানান, তন্ময়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কতদিনের জন্য, সেই সংক্রান্ত তথ্য আজ জানানো হবে।

রবিবার দুপুরে এক তরুণী সাংবাদিক ফেসবুক লাইভ করেন। তিনি দাবি করেন, তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিতে তিনি সিপিএম নেতার বাড়িতে পৌঁছে যান। তাঁর অভিযোগ, ইন্টারভিউ নেওয়ার আগে তন্ময়বাবু তাঁর কোলে বসে পড়েন। মহিলা স্পষ্টভাবে জানান, তিনি এসব পছন্দ করেন না। ওই সাংবাদিকেদর অভিযোগ, বরাবরই নিজের মাত্রার বাইরে গিয়ে ইয়ার্কি-ঠাট্টা করেন তন্ময় ভট্টাচার্য। এবার বিষয়টা মাত্রা ছাড়ানোয় ফেসবুক লাইভ করেন সাংবাদিক। কাল রাতে বরানগর থানায় FIR হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Suspension, #Cpim, #Tanmoy Bhattacharya

আরো দেখুন