রাজ্য বিভাগে ফিরে যান

‘অভয়ার জন্য যাঁরা বিচার চেয়েছিলেন, এবারও চাইবেন তো?’, তন্ময় কাণ্ডে প্রশ্ন তুলে রাস্তায় নামছেন বিধায়ক সায়ন্তিকা

October 29, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির ঘটনায় বঙ্গ রাজনীতি উত্তাল। তন্ময়ের ঘটনাকে হাতিয়ার করে এবার শাসকদল তৃণমূল আটঘাট বেঁধে নামছে।

সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদের এবার পথে নামছেন বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সায়ন্তিকা। তিনি লিখেছেন, “আপনাদের কাছে অনুরোধ সকলে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করুন ও এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে গর্জে উঠুন।”

মঙ্গলবার, বরাহনগরে মিছিল হবে। নর্থ টাউন তৃণমূলের পার্টি অফিস থেকে মিছিল শুরু হবে। বিকেল চারটের সময় মিছিল হবে। একই দিনে আবার দক্ষিণ বরাহনগর থেকে বিকেল পাঁচটায় আরও একটি তৃণমূলের মিছিল বের হবে। শেষ হবে বরাহনগর স্ট্রেট জেনারেল হাসপাতালে। মিছিলেন নেতৃত্ব দেবেন বিধায়ক সায়ন্তিকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Tanmoy Bhattacharya, #woman journalist, #Molestation

আরো দেখুন