দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

আরও কমছে দীঘার দূরত্ব, সহজ হচ্ছে সৈকতভ্রমণ

October 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এক দিনের ছুটি পেলেও বাঙালি দীঘা যেতে ছাড়ে না। এখন দূরত্ব আরও কমতে চলেছে। প্রায় এক ঘণ্টা যাতায়াত রাস্তা কমবে বলে দাবি করা হচ্ছে। নন্দকুমার থেকে দীঘা পর্যন্ত একটি বাইপাস তৈরির পরিকল্পনা করা হয়েছে। হেড়িয়া, কলিঙ্গনগর কালী মন্দির, কন্টাই ও আলমপুর ও ফতেপুরের মধ্যে রামনগর রোডের মধ্যে বাইপাস তৈরি করার কথা ভাবা হচ্ছে। বাইপাসটির দূরত্ব প্রায় ৯০ কিমি হতে পারে।

বাইপাসটির কাজ সম্পন্ন হলে পর্যটক সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। এখন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দীঘায়। আগামীদিনে মন্দিরের দর্শনের জন্যও বাড়বে পর্যটকদের ভিড়।
নতুন নতুন হোটেল ও রিসর্টের কাজ চলছে দীঘায়। পর্যটন ব্যবসায়ীদের মতে, পর্যটক সংখ্যা অনেক বেশি, আগামী দিনে তারা আরও বেশি পর্যটক আসবেন দীঘায়। সূত্রের খবর, প্রায় ৮৫০ কোটি টাকা খরচ হতে পারে বাইপাস বানানোর জন্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Bypass, #Digha

আরো দেখুন