দেশ বিভাগে ফিরে যান

প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ বিবেক দেবরায়

November 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীপাবলি আবহে শোক সংবাদ, প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ ও অনুবাদক বিবেক দেবরায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসাবে কর্মরত ছিলেন তিনি।

২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত নীতি আয়োগের সদস্য ছিলেন তিনি। ২০১৭ সালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত হন। পুণের গোখলে ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকনমিক্সের উপাচার্য পদেও কাজ করেছেন তিনি। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রধান পদে আসীন ছিলেন তিনি। রামায়ণ, মহাভারত, পুরাণের মতো বহু গ্রন্থ ইংরাজিতে অনুবাদ করেছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bibek Deb Roy, #RIP, #Indian economist

আরো দেখুন