দেশ বিভাগে ফিরে যান

ফের যোগীরাজ্যে চরম বর্বরতা! সাংবাদিকদের নগ্ন করে বেধড়ক মারধর

November 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আবারও যোগীরাজ্যে চরম বর্বরতা। ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশের হামিরপুরের সরিলা নগর পঞ্চায়েতের বিজেপি সভাপতির দুর্নীতি ফাঁস করেছিলেন দুই সাংবাদিক। তার জেরে সাংবাদিকদের নগ্ন করে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল শাসকদলের নেতা এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। এখানেই শেষ নয়। তাঁদের মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে প্রস্রাব পান করানো হয়। যা নিয়ে সরব হয়েছেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব।

হামিরপুরের সরিলা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান তথা বিজেপির সভাপতি পবন অনুরাগীর দুর্নীতি ফাঁস করেন অমিত দ্বিবেদী ও শৈলেন্দ্র মিশ্র নামে দুই সাংবাদিক। তাতেই ওই বিজেপি নেতা ক্ষিপ্ত হয়ে ওঠেন। দলবল নিয়ে দুই সাংবাদিককে পাকড়াও করেন তিনি। তারপর প্রায় ঘণ্টা তিনেক ধরে তাঁদের উপর অত্যাচার চালানো হয়। প্রথমে নগ্ন করে মারধর করা হয়। পরে মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে তাঁদের প্রস্রাব খাওয়ানো হয়। পাশাপাশি হুমকি দেওয়া হয় তাঁরা যেন পুলিশের কাছে না যান। ঘটনার ভিডিও বানিয়ে ভাইরাল করে দেওয়া হবে বলেও হুমকি দেন।

সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বলেন, ‘সংবাদমাধ্যমের মনোবল ভেঙে দিতে, তাদের সমস্ত নীতিকে ধ্বংস করতে এই ধরনের এনকাউন্টার চালাচ্ছে সরকার’। আজ সংবাদমাধ্যমও বলছে তারা বিজেপিকে চায় না। ঘটনার নিন্দায় সরব কংগ্রেসও। কংগ্রেসের বক্তব্য, গণতন্ত্রের চতুর্থস্তম্ভ সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে রীতিমতো আক্রমণ চালাচ্ছে সরকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#yogi adityanath, #journalists, #assault, #Hamirpur, #Uttar Pradesh

আরো দেখুন