প্রযুক্তি বিভাগে ফিরে যান

Apple, Samsung, Xiaomi, Vivo কোন কোম্পানির ফোনের বিক্রি সবচেয়ে বেশি ভারতে?

November 5, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বাজারগুলির মধ্যে অন্যতম হল ভারত। Apple, Samsung, Xiaomi, Vivo, OnePlus-এর মতো অনেক বড় ফোন ব্র্যান্ড রয়েছে দেশে। কোন কোম্পানি ভারতে সবচেয়ে বেশি মোবাইল বিক্রি করে? অ্যাপেল ও স্যামসাংয়ের মধ্যে কোন কোম্পানি সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি করে?

ভারতের স্মার্টফোন বাজারের ২২.৮ শতাংশ স্যামসাংয়ের দখলে। ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতের স্মার্টফোন বাজারে অ্যাপেল, স্যামসাং-এর পরে দ্বিতীয় স্থানে রয়েছে।স্যামসাংয়ের মার্কেট শেয়ার এক বছরে ২১.৮ শতাংশ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরে ২২.৮ শতাংশে বেড়েছে, অ্যাপলের শেয়ার সামান্য হ্রাস পেয়ে ২১.৬ শতাংশে নেমে এসেছে। অ্যাপল দ্রুত ছোট ছোট শহরে ছড়িয়ে পড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Smart Phones, #Samsung, #Xiaomi, #apple, #vivo, #India

আরো দেখুন