পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

এই প্রথম তেহট্টে হাইড্রার মাধ্যমে জগদ্ধাত্রী প্রতিমার বিসর্জন হবে

November 11, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তেহট্টের সব চেয়ে বড় উৎসব জগদ্ধাত্রী পুজো। শহরে ছোটবড় মিলিয়ে প্রায় ৭০টি পুজো হয়। তার মধ্যে বেশির ভাগ প্রতিমা জলঙ্গি নদীতে বিসর্জন হয়। প্রতিবার বিসর্জনের সময়ে বিশাল আকারের প্রতিমা বিসর্জন দিতে সমস্যা হয়, সময়ও বেশি লাগে। প্রতিমা বিসর্জন মিটতে অনেক দেরি হয়ে যায়। বিসর্জনের পর নদী থেকে কাঠামো তুলতে দেরি হয়।

তাই এবার এই প্রথম তেহট্টে হাইড্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন হবে। হাইড্রার মাধ্যমে বিসর্জন হলে বিসর্জন তাড়াতাড়ি হবে এবং কাঠামো জল থেকে তাড়াতাড়ি তুলে ফেলা যাবে। এতে নদী দূষণ কম হবে ও সময়ও কম লাগবে। প্রশাসন থেকে পুজো কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিমার গায়ে যত প্লাস্টিক, ফুল, অস্ত্র সব খুলে ট্রাক্টরে রেখে দিতে হবে। তারপর প্রতিমা হাইড্রার মাধ্যমে তুলে জলে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে সেই প্রতিমার কাঠামো তুল নেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagaddhatri Idol, #Jagaddhatri Puja, #jagaddhatri pujo, #Hydra

আরো দেখুন