রাজ্য বিভাগে ফিরে যান

LIVE: নৈহাটি,সিতাই, হাড়োয়া, মাদারিহাটে জয়ী তৃণমূল, বাকি দুইয়ে এগিয়ে জোড়াফুল

November 23, 2024 | 3 min read

— প্রতীকী ছবি, (পিটিআই)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ১৩ নভেম্বর সমাপ্ত হয়েছিল রাজ্যের ৬ বিধানসভায় উপনির্বাচন। ভোট পড়েছিল ৬৯ শাতাংশ। এর মধ্যে মাদারিহাট ৫৭.৯৮ শাতাংশ, সিতাই ৫৮.০০ শাতাংশ, তালডাংরা ৬৫.০০ শাতাংশ, নৈহাটি ৫২.৪০ শাতাংশ, হাড়োয়া ৬৩.১১ শাতাংশ এবং মেদিনীপুর ৬১.৫৪ শাতাংশ ভোট পড়েছিল। ২০২১-এর বিধানসভায় মাদারিহাট ছাড়া বাকি পাঁচ কেন্দ্রেই জয়ী হয়েছিল তৃণমূল। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুরের মতো বিধানসভায় তৃণমূল পেয়েছে ৫০ শতাংশের উপরে ভোট। একমাত্র মাদারিহাট বিধানসভায় দ্বিতীয় হয় শাসক দল। কিন্তু ২০২৪-এর লোকসভায় এর বদলায় জয় ছিনিয়ে নিয়েছিল ঘাসফুল শিবিরের ৬বিধায়ক। তাই আজকের ফলাফল মানেই চব্বিশে লোকসভায় কামব্যাকের পর এবং ২০২৬-এর বিধানসভার আগে তৃণমূলের অ্যাসিড টেস্ট।

আজ ছয় বিধানসভায় ঘাসফুল শিবিরের টার্গেট ৬-০। গড় রক্ষার আপ্রাণ চেষ্টায় পদ্মপার্টি। কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে বাম এবং আইএসএফের ঝুলিতে কী? আগেই ঠিক করে দিয়েছেন বাংলার জনতা-জনার্দন। এবার উপনির্বাচনে রাজ্য বিধানসভা দখলের লড়াইয়ে শেষ হাসি হাসবে কোন দল, তা জানা যাবে আর কয়েক ঘণ্টা পরেই।

LIVE UPDATE

১২:৩৯:

১২:৩০:

১২:১৫:

১২:০০:

১১:৪৪: মাদারিহাটে ৩০,৩০৯ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো

১১:৩৩: মাদারিহাটে সপ্তম রাউন্ড শেষে ২৫,১৬৫ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস

১১:০০: সিতাইয়ে লক্ষাধিক ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস

১০:৫৮: হাড়োয়ায় সপ্তম রাউন্ড শেষে ৭০,৮৪৪ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস

১০:৫৭: মেদিনীপুরে অষ্টম রাউন্ড শেষে একুশ হাজার ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস

১০:৪৩: হাড়োয়ায় পঞ্চম রাউন্ড শেষে ৫২,৫৯৭ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস

১০:৪২: তালডাংরা দ্বিতীয় রাউন্ড শেষে ৬,২৮৪ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস

১০:৪১: নৈহাটিতে দশম রাউন্ড শেষে ৪৮ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দে

১০:৪০: সিতাই সপ্তম রাউন্ড শেষে ৭৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস

১০:৩৯: মেদিনীপুরে ষষ্ঠ রাউন্ড শেষে ১৫,৯৯৬ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস

১০:৩০: মেদিনীপুরে পঞ্চম রাউন্ড শেষে ১৩,৭১৬ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস

১০:২৭: হাড়োয়ায় চতুর্থ রাউন্ড শেষে ৪১,৬৪৬ ভোটে এগিয়ে তৃণমূল

১০:১৫: মাদারিহাটে চতুর্থ রাউন্ড শেষে উনিশ হাজার ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস

১০:১৪: নৈহাটিতে সপ্তম রাউন্ড শেষে ৩৫,৩৪৪ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস

১০:০০: সিতাইয়ে ৬০ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী

৯:৫৯: হাড়োয়ায় ২৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল

৯:৫০: তালড্যাংরায় দ্বিতীয় রাউন্ড শেষে ৩৭৮০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস

৯:৪৯: নৈহাটিতে ষষ্ঠ রাউন্ড শেষে ২৯,৯৩১ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস

৯:৪৮: মেদিনীপুরে তৃতীয় রাউন্ড শেষে ৮৯৩২ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস

৯:৩৮: ঝাড়খণ্ড

মোট আসন ৮১

INDIA- ৪০

NDA- ৩২

অন্যান্য – ১

৯:৩৭: তৃতীয় রাউন্ড শেষে সিতাইয়ের তৃণমূল প্রার্থী প্রায় চল্লিশ হাজার ভোটে এগিয়ে।

৯:৩৬: নৈহাটিতে পঞ্চম রাউন্ড শেষে ২৪,৬১১ ভোটে এগিয়ে তৃণমূল

৯:৩৫: হাড়োয়ার দ্বিতীয় রাউন্ড শেষে প্রায় ২২,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

৯:৩২: সিতাই উপ নির্বাচনে দ্বিতীয় রাউন্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী ২৯ হাজারের বেশি ভোটে এগিয়ে

৯:৩১: নৈহাটিতে দ্বিতীয় রাউন্ড শেষে ১৯,২৪৪ ভোটে এগিয়ে তৃণমূল

৯:২৭: মহারাষ্ট্র মোট আসন – ২৮৮ NDA – ১৩৩ INDIA – ৯৪ অন্যান্য – ৫

৯:১০: প্রথম রাউন্ড শেষে প্রায় পাঁচ হাজার ভোটে এগিয়ে মেদিনীপুরের তৃণমূল প্রার্থী।

৯:০৮: দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে ১৩,৫৭৬ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস

৯:০৫: মাদারিহাটে প্রথম রাউন্ডে ৫২০০ ভোটে এগিয়ে তৃণমূল

৯:০০: নৈহাটিতে তৃতীয় রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ১৪,৬৯০ ভোটে

৮:৫৮: সিতাইয়ে প্রথম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী ১৫,৩০০ ভোটে এগিয়ে

৮:৫৭: তালড্যাংরায় প্রথম রাউন্ডে ৩,৩০০ ভোটে এগিয়ে তৃণমূল।

৮:৫৬: নৈহাটিতে ২য় রাউন্ড শেষে ৮৮৫৩ ভোটে এগিয়ে তৃণমূল

৮:৪৮: প্রথম রাউন্ডের গণনার শেষে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে প্রায় সাড়ে ছয় হাজার ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস

৮:৪৩: তালডাংড়াতে পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল প্রার্থী

৮:৪১: হাড়োয়ায় পোস্টাল ব্যলটে এগিয়ে তৃণমূল

৮:৩৬: মেদিনীপুরে এগিয়ে তৃণমূল

৮:৩৫: প্রথম রাউন্ডে ৪৭২২ ভোটে এগিয়ে নৈহাটির তৃণমূল প্রার্থী

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #by election results, #bengal results

আরো দেখুন