খেলা বিভাগে ফিরে যান

পার্থে বুমরাহ, সিরাজদের আগুনে বোলিং! বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে জয় কোহলিদের

November 25, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ডনের দেশে দাদাগিরি ভারতের, দাপটের সঙ্গে বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট জিতে নিল ভারত। প্যাট কামিন্সদের হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফের এক নম্বর স্থান দখল করল ভারত।

প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হয় ভার‍ত। পালটা আগুনে বোলিং শুরু করেন সিরাজ-হর্ষিতরা। মাত্র ১০৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। বোলারদের দুর্দান্ত লড়াইয়ের পর ভারতীয় ব্যাটাররাও তাণ্ডব দেখায়। যশস্বী জয়সওয়ালের ১৬১, বিরাটের ৩০তম সেঞ্চুরিতে ভর করে ৫৩৪ রানের পাহাড়ের চাপে অজিদের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভাল হয়নি।

চতুর্থ দিনে দুরন্ত ব্যাটিং শুরু করেন ট্র্যাভিস হেড, মিচেল মার্শরা। ৮৯ করা হেডকে প্যাভিলিয়নে ফেরান বুমরাহ। জীবনের প্রথম টেস্ট উইকেট হিসাবে মিচেল মার্শকে ফেরান নীতীশ রেড্ডি। দুই ব্যাটার আউট হতেই ভেঙে পড়ে অজিদের লোয়ার অর্ডার। ২৯৫ রানের ব্যবধানে পার্থে টেস্টে জিতে গেল টিম ইন্ডিয়া। সিরাজ ও বুমরাহ দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট পেয়েছে। ওয়াসিংটন সুন্দর দুটি উইকেট পেয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#perth test, #India, #Australia, #Border gavaskar trophy

আরো দেখুন