দেশ বিভাগে ফিরে যান

রাজ্যসভার উপনির্বাচন ২০ ডিসেম্বর, এবার কাকে দিল্লি পাঠাবে তৃণমূল?

November 27, 2024 | < 1 min read

———– ফাইল চিত্র

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাজ্যসভার নির্বাচন হবে ২০ ডিসেম্বর। বাংলার ফাঁকা আসনে ভোট হবে ওই দিন। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশের দুটি, ওড়িশার একটি ও হরিয়ানার একটি রাজ্যসভার আসনে ভোট হবে। জাতীয় নির্বাচন কমিশন মঙ্গলবার রাজ্যসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে। ৪টি রাজ্যের ৬টি রাজ্যসভার আসনে ভোট হবে। ছয় আসনে যে সমস্ত রাজ্যসভার সাংসদরা ছিলেন, তাঁরা ইস্তফা দেওয়ায় উপনির্বাচন হচ্ছে। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। তৃণমূলের সাংসদ জহর সরকার ইস্তফা দেওয়ায় একটি আসনে উপনির্বাচন হতে চলেছে।

নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর। ভোট হবে ২০ তারিখ। বিধায়ক সংখ্যার নিরিখে রাজ্যসভার একটি আসনে জয় নিয়ে কোনও সংশয় নেই তৃণমূলের। এখন তৃণমূলের বিধায়ক সংখ্যা ২২১।
আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূলের জয় নিয়ে কেউ ভাবছে না। বিজেপি প্রার্থী দিলে, তবেই ভোট হবে। বিজেপি প্রার্থী না-দিলে তৃণমূল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন। তৃণমূলের অন্দরে একটাই প্রশ্ন, কে হবেন প্রার্থী? নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতেই, তৃণমূলের অন্দরে প্রার্থী নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

তৃণমূলের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত কাউকে প্রার্থী করা হোক, এমন চাইছেন দলের একটি অংশ। যাঁর সংসদীয় পরিসর সম্পর্কে অভিজ্ঞতা এবং রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়ে সম্যক জ্ঞান রয়েছে, এমন ব্যক্তিকেই প্রার্থী করার দাবি উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#rajyasabha seats election, #Rajya Sabha Election, #Parliament

আরো দেখুন