প্রযুক্তি বিভাগে ফিরে যান

পয়লা ডিসেম্বর থেকে OTP-র নিয়মে বড় বদল! কী করবেন Airtel, Vodafone-Idea এবং Reliance Jio-র গ্রাহকরা?

November 29, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর্থিক লেনদেন ক্ষেত্রে ওটিপি বাধ্যতামূলক। পয়লা ডিসেম্বর থেকে ওটিপির নিয়মে বদল আসতে চলেছে, লক্ষ লক্ষ ভারতীয়ের মোবাইলে ওটিপি আসাকে বাধাপ্রাপ্ত করতে পারে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। তারা বাধ্যতামূলকভাবে নতুন ট্রেসেবিলিটি নিয়ম কার্যকর করার জন্য Airtel, Vodafone-Idea এবং Reliance Jio-র মতো টেলিকম সংস্থাদের ১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছে। প্রতারকেরা যাতে ভুয়ো ওটিপি এবং জালয়াতি সংক্রান্ত মেসেজ না পাঠাতে পারে, তাই এই ট্রেসেবিলিটি সংক্রান্ত নীতি নেওয়া হয়েছে। কোনও মেসেজের উৎস জানা থাকলে টেলিকম অপারেটররা সেই ভুয়ো মেসেজ ব্লক করার ক্ষেত্রে পদক্ষেপ করতে পারবে।

TRAI-র নয়া নীতির লক্ষ্য, স্প্যাম ও ফিশিং মেসেজের বাড়বাড়ন্ত কমানো। যার জন্য টেলিকম অপারেটরদের কমার্শিয়াল মেসেজ এমনকী ওটিপির উৎস খুঁজতে হবে। গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতারণার হাত থেকে সুরক্ষিতও থাকবেন গ্রাহকেরা। টেলিকম অপারেটররা ডেডলাইন মেনে চলতে না পারলে, ওটিপি আসার ক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে। ব্যবহারকারীদের বিলম্ব হতে পারে। ব্যাঙ্কিং, ই-কমার্স ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো বিভিন্ন পরিষেবা থেকে ওটিপি আসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে অপারেটররা নিয়মিত সতর্কতা জারি করে জানাবে যে, তারা এই ঘোষণা মেনে চলতে ব্যর্থ। ১ ডিসেম্বর থেকে এন-কমপ্লেন এন্টিটি থেকে আসা মেসেজ ব্লক করে দেওয়া হবে। ব্যবহারকারীরা টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) এনেবল করতে পারেন। এতে ব্যবহারকারীদের অনলাইন অ্যাকাউন্টগুলিতে নিরাপদ থাকবে। সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা অথবা অপরিচিত অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। নিজের ডিভাইসের সফটওয়্যার নিয়মিত আপডেট করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Idea, #reliance jio, #OTP, #airtel, #TRAI New Rule, #Vodafone

আরো দেখুন