রাজ্য বিভাগে ফিরে যান

হোমিওপ্যাথিতে উজ্জ্বল বাংলা, মূল্যায়নে ‘এ প্লাস’ পাওয়া ৫টি সরকারি কলেজের মধ্যে চারটিই এ রাজ্যের

November 29, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়ার আওতাভুক্ত ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর এডুকেশন টেকনোলজি (ন্যাবেট) দেশের হোমিওপ্যাথি কলেজগুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। তাতে বাংলার পাঁচটি হোমিওপ্যাথি কলেজ ‘এ প্লাস’ তকমা পেয়েছে। বাংলায় ১১টি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ রয়েছে। জাতীয় প্রতিষ্ঠান হল সল্টলেকের এনআইএইচ। সব মিলিয়ে ১২টি কলেজের মধ্যে পাঁচটি জাতীয় র‌্যাঙ্কিংয়ে পেল সর্বোচ্চ ‘এ প্লাস’ তকমা। যার মধ্যে তিনটি প্রতিষ্ঠান রাজ্য সরকারের, সেগুলো হল ট্যাংরার ডি এন দে, মানিকতলার ক্যালকাটা এবং হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ। বাংলায় অবস্থিত জাতীয় প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথি (এনআইএইচ) ও নারকেলডাঙার একটি বেসরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজও ‘এ প্লাস’ র‌্যাঙ্ক পেয়েছে।

গোটা দেশের ২৬৬টি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের মধ্যে ২১৬টি র‌্যাঙ্কিংয়ে অংশগ্রহণের যোগ্যতা পূরণ করেছিল। সম্পূর্ণ সরকারি পাঁচটি কলেজ ‘এ প্লাস’ পেয়েছে, তার মধ্যে চারটিই বাংলার। হোমিওপ্যাথির শীর্ষ সংস্থা ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি, কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়ার আওতাভুক্ত ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর এডুকেশন টেকনোলজিকে (ন্যাবেট) এই র‌্যাঙ্কিং প্রকাশ করার দায়িত্ব দিয়েছিল। এ বছরের মে-জুন মাসে রাজ্যের কলেজগুলিতে পরিদর্শন হয়। কোয়ালিটি কাউন্সিলের দু’জন ও ন্যাবেটের একজন প্রতিনিধি বডি ক্যামেরা নিয়ে পরিদর্শন করেন। প্রথমবার ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, পঠনপাঠন, রোগী পরিষেবাসহ সমস্ত বিষয়ের গুণগত মান দেখা হয়। কোন কলেজ থেকে কতগুলি গবেষণাপত্র জমা পড়েছে, কতজন ছাত্রছাত্রী হোমিওপ্যাথির বিভিন্ন শাখায় এবং কর্মজীবনে সফল হয়েছেন দেখা হয়েছে সেটিও। তাতে চমকপ্রদ ফল করেছে রাজ্যের তিন সরকারি হোমিওপ্যাথি কলেজ-সহ আরও দুই প্রতিষ্ঠান।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Homeopathy

আরো দেখুন