রাজ্য বিভাগে ফিরে যান

খনিজ তেলের বিপুল ভাণ্ডার, রাজ্যের অর্থনীতিতে আনতে পারে বড় বদল

November 29, 2024 | < 1 min read

—- প্রতীকী ছবি

২০১৮ সালে উত্তর ২৪ পরগনার অশোকনগরে প্রথমবারের মতো খনিজ তেলের সন্ধান মেলে। ভারতীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)-এর মতে, রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রায় ৯৯.০৬ বর্গকিলোমিটার জমিতে এই তেল পাওয়া গিয়েছে।

প্রায় ১০০ বর্গকিলোমিটার জমিতে খননের অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কেন্দ্র। সংসদে এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিংহ পুরী। উত্তর ২৪ পরগনার অশোকনগর ছাড়াও একাধিক জায়গায় খনিজ তেলের সন্ধান মিলেছে। কিন্তু এখনও সে সব জায়গায় খননকার্য বা তেল উত্তোলন শুরু করা যায়নি।

যদি খননকার্যের মাধ্যমে রাজ্যের মাটির তলা থেকে তেল উত্তোলন শুরু করা যায়, তবে সেই বাবদ প্রতি বছর পশ্চিমবঙ্গের আয় হতে পারে ৮,১২৬ কোটি টাকা। সঙ্গে রাজ্যে প্রচুর কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে। শুধু তাই নয় তেলের খনিকে কেন্দ্র করে আশপাশের এলাকার আর্থ-সামাজিক অবস্থায় বড় পরিবর্ত আসার সম্ভাবনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mineral oils

আরো দেখুন