দেশ বিভাগে ফিরে যান

অধিকাংশ বিজেপি শাসিত রাজ্যে রেশনের চাল-গম গায়েব! ৬৯ হাজার কোটি টাকা লোকসানের মুখে পড়ছে সরকার

November 29, 2024 | < 1 min read

অধিকাংশ বিজেপি শাসিত রাজ্যে রেশনের চাল-গম গায়েব!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নামমাত্র মূল্যে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশ জুড়ে চালু রয়েছে জনবণ্টন ব্যবস্থা। তবে সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ তথ্য। জানানো হয়েছে, রেশন ব্যবস্থার মাধ্যমে বিতরণ করা চাল ও গমের একটি বড় অংশ গায়েব হয়ে যাচ্ছে এবং তা খোলা বাজারে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এই দুর্নীতির কারণে সরকার বছরে প্রায় ৬৯ হাজার কোটি টাকা লোকসানের মুখে পড়ছে।

নিয়ম অনুযায়ী, জনবণ্টন ব্যবস্থার মাধ্যমে এই চাল ও গম ৮১ কোটি ৪০ লক্ষ উপভোক্তার কাছে পৌঁছনোর কথা। তার বদলে বিপুল পরিমাণ ভর্তুকিযুক্ত খাদ্যশস্য খোলা বাজারে বেশি দামে বিক্রি হওয়ায় সরকারি নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ভর্তুকির নামে করের টাকা নষ্ট করার প্রয়োজনীয়তা নিয়েও সমালোচনা শুরু হয়েছে।

সমীক্ষা অনুযায়ী, বছরে প্রায় ২ কোটি টন চাল এবং গম রেশন ব্যবস্থা থেকে গায়েব হয়ে যায়। এগুলি যেখানে দরিদ্র মানুষের কাছে পৌঁছানোর কথা, সেখানে তা খোলা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে। সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে জনবণ্টন ব্যবস্থায় দুর্নীতির শীর্ষে রয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং গুজরাট। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে এখনও ডিজিটাল রেশন কার্ডের অভাব এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rice, #Wheat, #Scam, #Ration, #bjp

আরো দেখুন