দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

সুন্দরবনে শুরু হতে চলেছে কুমির শুমারি

November 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুন্দরবনে শুরু হতে চলেছে কুমির শুমারি, চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে। এবার তিনদফায় এই গণনার কাজ হবে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় ধার্য করা হয়েছে। প্রতি দফায় তিনদিন করে জঙ্গলের খাল, বিল ইত্যাদি জায়গায় ঘুরবেন বনকর্মী ও আধিকারিকরা। নিখুঁত তথ্য পেতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতবার প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই শুমারির কাজ হয়েছিল। ফলে নির্ভুল তথ্য উঠে এসেছিল কি-না, তা নিয়ে সংশয় ছিল। তাই এবারে নির্ভুল তথ্য পেতে তিনমাস সময় নেওয়া হয়েছে।

খালি চোখে দেখে কুমিরের গণনা করা হয়। কোথাও কুমিরের উপস্থিতি বিশেষজ্ঞেরা টের পেলে সে সংখ্যাও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। যে অঞ্চলে কুমিরের দেখা মিলছে, সেখানকার অক্ষাংশ, দ্রাঘিমাংশ, জলের তাপমাত্রা, লবণতার পরিমাণ সবই রেকর্ড করা হয়। এবারও একই পদ্ধতি থাকছে। সুন্দরবনের প্রায় ৪০০০ বর্গ কিমি এলাকা জুড়ে এই গণনা করা হবে। ৬ ডিসেম্বর থেকে টাইগার রিজার্ভ ও দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের এলাকায় গণনার কাজ শুরু হবে। ৫০ বনকর্মী গণনার কাজ করবেন। ২০১২ সালের কুমির শুমারিতে সুন্দরবনে প্রায় দেড়’শোর মতো কুমিরের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#sundarbans, #Crocodile census

আরো দেখুন