ISL2024: কষ্টার্জিত পথ ধরে কামিন্সের একমাত্র গোলে জয় পেল মোহনবাগান
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহনবাগান ও চেন্নাইয়ান এফসি।
কষ্টার্জিত পথ ধরে ৮৬ মিনিটে কামিন্সের একমাত্র গোলে জয় পেল মোহনবাগান। বদলি হিসেবে নেমে যেমন গোল করলেন কামিন্স, তেমনই ম্যাচের সেরা আরেক বদলি গ্রেগ স্টুয়ার্ট।
প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। চোট থেকে ফেরা সত্ত্বেও চেন্নাইয়িনের বিরুদ্ধে মোহনবাগানের প্রথম একাদশে ঠাঁই হয়নি তাঁর। ছিলেন রিজ়ার্ভ বেঞ্চেই। তবে ৮৫ মিনিটে তিনি মাঠে নামার এক মিনিটের মধ্যেই শট মারলেন পোস্টে। পরের মিনিটেই তাঁর পাস থেকে গোল করলেন কামিংস। সংযুক্তি সময় ধরে ম্যাচের শেষ মিনিটে একাই আগুন জ্বালালেন তিনি।
হাতে একাধিক আক্রমণাত্মক ফুটবলার। ফলে মোহনবাগান যে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলবে এটা দেখেই অভ্যস্ত সমর্থকেরা। তবে প্রথম ৩৫ মিনিট খুঁজে পাওয়া গেল না সেই মোহনবাগানকে। প্রথমার্ধে জেমি ম্যাকলারেন ক’বার বল ধরেছেন সেটা হাতে গুণে বলা যাবে। শেষের দিকে একটি হেড বাইরে যায়। এ ছাড়া বলার মতো কিছু করতে পারেননি। আইএসএলের পরিসংখ্যান বলছে, প্রথমার্ধের জলপানের বিরতির পর মোহনবাগান ১৬টি গোল করেছে। এ দিন জলপানের বিরতির পর মোহনবাগানের খেলায় আগ্রাসন কিছুটা হলেও ফিরেছিল। একক দক্ষতায় লিস্টন কোলাসো পর পর দু’টি শট নিয়েছিলেন। প্রথমটির ক্ষেত্রে বাঁ প্রান্ত থেকে অনেকটা ভেতরে ঢুকে এসে বক্সের ঠিক বাইরে ডান পায়ে নেওয়া শট বাঁচান মহম্মদ নওয়াজ। ফিরতি কর্নার থেকে লিস্টনের দ্বিতীয় শট বারের উপর দিয়ে উড়ে যায়। তবে মোহনবাগানের যে আগ্রাসনের সঙ্গে পরিচিত সমর্থকেরা, তা দেখা যায়নি।