রাজ্য বিভাগে ফিরে যান

বড়দিনে ভিড়ে পার্কস্ট্রিট নয়, এবার গন্তব্য হতে পারে হুগলীর প্রাক্তন ডেনিশ কলোনির এই শহরও

November 30, 2024 | 2 min read

ছবি সৌজন্যে: Outlook Traveller

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৭৫৫-১৮৪৫ পর্যন্ত ফ্রেডরিক্সনগর নামে ডেনিশদেরকলোনির অন্তর্গত ছিল হুগলীর শ্রীরামপুর। হুগলির এই শহরের সেন্ট ওলাভ চার্চও ডেনিস ট্যাভার্নকে সামনে রেখে কলকাতার পার্ক স্ট্রিটের আদলে এবছর বড়দিন ও ইংরেজি নতুন বছরের উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। বাণিজ্য ও ঐতিহ্যকে পাশাপাশি রেখে এবার শ্রীরামপুরকে উৎসব নগরীতে পরিণত করতে চাইছে পুরসভা।ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

আগামী ২০ ডিসেম্বর থেকে দুই জানুয়ারি পর্যন্ত শ্রীরামপুরে এই উৎসব চলবে। সাংস্কৃতিক অনুষ্ঠান, চার্চের অনুষ্ঠান, খ্যাতনামা প্রতিষ্ঠানের ফুড স্টল সহ নানা ধরনের আয়োজনে জমজমাট উৎসবের রূপরেখা তৈরি করা হয়েছে। সবকিছুই হবে গঙ্গাপাড়ের সেন্ট ওলাভ চার্চ থেকে দু’দিকের রাস্তা ঘিরে। হুবহু পার্ক স্ট্রিটের মৌতাত আনতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কাজ পুরসভা শুরু করেছে।

শুক্রবার শ্রীরামপুরের ডেনিস ট্যাভার্নে একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, সেন্ট ওলাভ চার্চের ফাদার সহ বিশিষ্টদের নিয়ে বৈঠক করেন পুরকর্তারা। সেখানে পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ সিং (পাপ্পু) সহ অন্যান্য পুরকর্তারা উপস্থিত ছিলেন। ঐতিহ্য ও বাণিজ্যের ইতিহাস স্মরণে ওই উৎসবের দায়িত্ব পুরসভার পক্ষ থেকে সন্তোষ সিংকে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এ দেশে সরাইখানার ধারণা ছিলই। কিন্তু সাবেক দিনেমার কলোনির গঙ্গাপাড়েই আধুনিক রেস্তরাঁর জন্ম। তার ইতিহাস ধরে রেখেছে ডেনিস ট্যাভার্ন। সেই সঙ্গে আছে সেন্ট ওলাভের মতো সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী চার্চ। আমরা বাণিজ্য ও ঐতিহ্যের ওই দুই স্মারককে সামনে রেখে উৎসব করব। বড়দিন ও ইংরেজি নতুন বছরকে ঘিরে পার্ক স্ট্রিটের উন্মাদনাকে শ্রীরামপুরে এনে ফেলতে চাই।’ পুরসভার চেয়ারম্যান বলেন, ‘শিল্পসংস্কৃতি থেকে চার্চ, নতুন বছর উদযাপন থেকে ঐতিহ্য, সমস্তটাকে আমরা একটা‌ ঩মোড়কে ধরতে চাইছি। তাই ১২ দিনের মেগা উৎসব উপহার দেওয়ার পরিকল্পনা হয়েছে।’

প্রাক্তন ডেনিশ কলোনি শ্রীরামপুরের ঐতিহ্যকে ধরে রাখার প্রচেষ্টাতেই দিনেমার গর্ভনর হাউস, সেন্ট ওলাভ চার্চ, ডেনিস ট্যাভার্নকে সাজিয়ে তোলার কাজেপুরসভা উদ্যোগ নিয়েছে। সদ্য উপনিবেশীয় সময়ের হাট সংস্কৃতি স্মরণে গঙ্গাপাড়ে পোষ্য পশুপাখির হাট চালু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Christmas celebration, #Srirampur, #hooghly, #christmas

আরো দেখুন