কলকাতা বিভাগে ফিরে যান

বইয়ের পাতা থেকে পর্দায় রাপ্পা রায়, মুক্তি পেল ছবির পোস্টার

December 1, 2024 | < 1 min read

‘রাপ্পা রায়’ সৌম্য মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বইয়ের পাতা থেকে বড়পর্দায় আসছে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত সৃষ্টি ‘রাপ্পা রায়’। ধীমান বর্মনের পরিচালনায় তৈরি হচ্ছে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’। ‘রাপ্পা রায়’র চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়কে। প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। শুটিং শুরু হবে ডিসেম্বরে। কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে হবে শুটিং।

ছবিতে রয়েছেন একগুচ্ছ অভিনেতা, অলিভিয়া সরকার, দেবাশীষ মন্ডল, দেবাশীষ রায়, রজতাভ দত্ত, প্রান্তিক বন্দোপাধ্যায়, ইন্দ্রাশীষ রায়, সুজন বন্দোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, লিজা গোস্বামী, সব্যসাচী চৌধুরী প্রমুখ। ক্রাইম, কমেডির মিশেলে তৈরি হচ্ছে ছবি। ধীমান বর্মন প্রোডাকশনস’-র ব্যানারে মুক্তি পাবে রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম।

রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম ছবির পোস্টার

ছবিতে থাকছেন অরুণোদয় বন্দোপাধ্যায়। গল্পে ‘লাল্টু মণ্ডল’-র চরিত্রে দেখা যাবে তাঁকে। শহরের উঠতি বড়লোক লাল্টু। সে স্বপ্ন দেখে ভোটের জেতার। সেই সুবাদেই লাল্টু দারস্থ হয় এমএলএ-র কাছে। বিধায়কের চরিত্রে থাকছেন সুজন বন্দ্যোপাধ্যায়। এরপর অনৈতিক কাজে জড়িয়ে পড়ে লাল্টু। রাপ্পার নাগাল এড়িয়ে কী করবে লাল্টু? দেখা যাবে বড়পর্দায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rappa Roy, #Tollywood, #Bratya Basu, #Debasish Mondal, #Alivia Sarkar, #Soumya Mukherjee, #Dibyendu Bhattacharya

আরো দেখুন