রাজ্য বিভাগে ফিরে যান

রোগী পরিষেবায় অবহেলা, শাস্তির মুখে পড়তে চলেছেন ৩১ জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তার

December 6, 2024 | < 1 min read

ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শাস্তির মুখে পড়তে চলেছেন রাজ্যের ৩১ জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তার। তাঁদের বন্ড পোস্টিংয়ের ২০ লক্ষ টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য ভবন। বন্ড পোস্টিং নিয়ম মেনে গ্রামের হাসপতালে যেতে অস্বীকার তাই এই নির্দেশ বলে জানা যাচ্ছে।

ওই সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের নাম, কোন কলেজে বন্ড পোস্টিংয়ে আছেন এবং যে সব মেডিক্যাল কলেজে তাঁরা যুক্ত বিজ্ঞপ্তিতে সেসব জানানোর পাশাপাশি বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট মেডিক্যাল সুপারিটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল অর্থাৎ এমএসভিপিদেরও। এর পিছনে মূল উদ্দেশ্য একটাই। যাতে এটা একটা নজির হয়ে থাকে যে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত থেকে রোগী পরিষেবায় অবহেলা করলে চিকিৎসকদের আর রেয়াত করা হবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#doctors, #punishment, #Resident doctors, #West Bengal, #patient

আরো দেখুন