← রাজ্য বিভাগে ফিরে যান
রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী ঋতব্রত, রাজনীতিবিদেই ভরসা জোড়াফুলের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে জহর সরকারের পদত্যাগের পর বাকি ১৫ মাসের মেয়াদের জন্য সেই শূন্য আসনে এ বার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস।
শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমাজমাধ্যমে এই ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ২০১৪ থেকে ২০২০ রাজ্যসভার সাংসদ ছিলেন।