দেশ বিভাগে ফিরে যান

রাজ্যসভায় ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে এককাট্টা ইন্ডিয়া জোট

December 9, 2024 | < 1 min read

রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছে বিরোধী ইন্ডিয়া জোট। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইন্ডিয়া জোটের সব রাজনৈতিক দলগুলি কংগ্রেসের নেওয়া পদক্ষেপকে সমর্থন জানিয়ে স্বাক্ষর করেছে।

তৃণমূল কংগ্রেস জানিয়েছে, সংসদকে হত্যা করছে বিজেপি সরকার। যুবকদের বেকারত্ব, মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, আবাস যোজনা এবং একশো দিনের কাজের জন্য তহবিল থেকে বাংলার মতো রাজ্যগুলি বঞ্চিত করা, উত্তর-পূর্বে গণ্ডগোল সৃষ্টি করা, সারের ঘাটতি ইত্যাদি গুরুত্বপূর্ণ সমস্যাগুলি নিয়ে কোনও প্রশ্নের জবাব দিতে চাইছে না সরকার পক্ষ। ফলে তারা কৌশলে সংসদের উভয কক্ষের কাজকে ব্যাহত করছে৷

উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের আচরণে ক্ষুব্ধ বিরোধীরা। তাদের বক্তব্য ধনখড় সংবিধানের থেকে অনেক বেশী বিজেপি’র প্রতি আনুগত্য প্রকাশ করছেন। ইন্ডিয়া জোটের সাংসদরা প্রায়শই রাজ্যসভার চেয়ারম্যানকে উচ্চকক্ষে ক্ষমতাসীন সদস্যদের (পড়ুন বিজেপি) প্রতি পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছেন। তাঁরা তাকে প্রায়শই তাদের বক্তৃতায় বাধা দেওয়ার, সমালোচনামূলক বিষয়ে বিতর্কের অনুমতি দিতে অস্বীকার করার এবং বিতর্কিত আলোচনার সময় বিজেপি’র পক্ষ নেওয়ার অভিযোগ করেছে।

এর ফলে বিরোধীরা বাধ্য হয়ে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্যসভায় ঐক্যবদ্ধ ইন্ডিয়া জোটকে দেখতে পাওয়া যাচ্ছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ধনখরের বিরুদ্ধে বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনবে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য চলতি সংসদের শীতকালী অধিবেশন চলবে ২০ তারিখ পর্যন্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhankhar, #Rajya Sabha, #No-confidence motion, #India Bloc

আরো দেখুন