রাজ্য বিভাগে ফিরে যান

এখনও সাংগঠনিক নির্বাচন হয়নি, অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্বের ধমক, দুইয়ের জাঁতাকলে বঙ্গ বিজেপি

December 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্তমানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা বাংলার বিজেপি নেতাদের। এখনও সাংগঠনিক নির্বাচন না হওয়ায় সংগঠন ঢেলে সাজানো যাচ্ছে না। তার উপর কেন্দ্রীয় নেতৃত্ব পুরোদমে ভোটযুদ্ধে নেমে পড়ার জন্য চাপ দিচ্ছে।

বিজেপি সূত্রের দাবি, বাংলায় বিজেপির সাংগঠনিক পরিস্থিতির হাল এতই খারাপ যে কোনও কথা বলতে গেলেই তাকে বঙ্গ নেতৃত্বের ‘অজুহাত’ হিসেবে ধরে নিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে খেতে হচ্ছে কড়া ধমক। অথচ বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ মূল্যায়নেই উঠে এসেছে যে, সবকিছু মিটিয়ে আগামী মার্চ-এপ্রিলের আগে বিধানসভা ভোটের প্রস্তুতির কাজ ঠিকমতো শুরু করাই সম্ভব হবে না। এক্ষেত্রে পদ্ম পার্টির মাথাব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে দলের উত্তরবঙ্গের সংগঠনই। যে সংগঠন ইতিপূর্বে বিজেপির কাছে অন্যতম ভরসাস্থল ছিল।

নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপির উত্তরবঙ্গের এক সাংসদ বলেন, ‘দিল্লি থেকে তাড়াহুড়ো করলে তো হবে না। সাংগঠনিক নির্বাচন না হলে যে কাজ ঠিকমতো হয় না, সেটি তারাও জানে। নতুন কমিটি যদি তৈরিই না হয়, তাহলে নির্বাচনের প্রস্তুতি কীসের উপর ভিত্তি করে হবে? যদি মকর সংক্রান্তির পরেই সব চূড়ান্ত হয়ে যায়, তাহলেও বাংলায় পুরোদমে নির্বাচনী প্রস্তুতি হয়তো মার্চ বা এপ্রিলের আগে শুরুই হবে না।’

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bengal BJP, #Election, #central leadership, #Organisational Elections

আরো দেখুন