দেশ বিভাগে ফিরে যান

অরুণ জেটলির পুত্রের বিরুদ্ধে দিল্লি ক্রিকেট সংস্থার টাকা নয়ছয়ের অভিযোগ কীর্তি আজাদের

December 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দোরগোড়ায় দিল্লি ক্রিকেট সংস্থার নির্বাচন, তার দু-দিন আগেই বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার তথা সাংসদ কীর্তি আজাদ। বিপুল অঙ্কের টাকা নয়ছয় হয়েছে বলে ডিডিসিএ সভাপতি রোহন জেটলির বিরুদ্ধে তোপ দাগলেন কীর্তি আজাদ। তৃণমূল সাংসদের অভিযোগ, গত এক বছরে প্রায় ১৪০ কোটি টাকা আয় করেছে দিল্লির ক্রিকেট সংস্থা। তার অধিকাংশ টাকাই নয়ছয় করা হয়েছে।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত অরুণ জেটলির পুত্র রোহন এখন ডিডিসিএর সভাপতি। ফের দিল্লি ক্রিকেট সংস্থার প্রধান হওয়ার লড়াইয়ে নেমেছেন জেটলিপুত্র। নির্বাচনে তাঁর প্রধান প্রতিপক্ষ বর্ধমান-দুর্গাপুরের সাংসদ। সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। নির্বাচনের দুদিন আগে বর্তমান সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি।

কীর্তির মতে, বিসিসিআই থেকে গত বছর ৭০ কোটি টাকা দেওয়া হয়েছিল ডিডিসিএকে। এছাড়াও আইপিএল, ম্যাচ ফি ইত্যাদি বাবদ আরও ৬৭ কোটি টাকা পেয়েছিল ক্রিকেট সংস্থা। কীর্তি বলেন, প্রত্যেক মাসে ১২ কোটি ও প্রত্যেক দিন ৪০ লক্ষ টাকা খরচ করার ক্ষমতা রয়েছে দিল্লি ক্রিকেট সংস্থার। ক্রিকেট বাবদ খরচ হয়েছে মাত্র ৭ কোটি টাকা।

বাকি টাকা কোথায়? প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার তথা সাংসদ। কোন খাতে কত টাকা খরচ হয়েছে তার কোনও হিসাব জানা যায়নি। টাকা নয়ছয় করেছে রোহন জেটলির নেতৃত্বাধীন বোর্ড। কীর্তি নাকি জেটলিপুত্রের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসতে চেয়েছিলেন। তাতেও রাজি হননি রোহন। উল্লেখ্য, ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে দিল্লি ক্রিকেট সংস্থার নির্বাচন। ভোট দেবেন ৩৭৪৮ জন সদস্য। ১৬ ডিসেম্বর নির্বাচনের ফল প্রকাশিত হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corruption, #DDCA, #Kirti Azad, #rohan jaitley

আরো দেখুন