পকসো আইনে অভিযোগ নথিভুক্ত করার জন্য মহিলা পুলিশ অফিসার উপস্থিত থাকা বাধ্যতামূলক, লালবাজারের নির্দেশ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পকসো আইনের অধীনে মামলার অভিযোগ নথিভুক্ত করার জন্য মহিলা পুলিশ অফিসার উপস্থিত থাকা বাধ্যতামূলক। অভিযোগকারীর জবানবন্দি কিংবা শারীরিক পরীক্ষাও মহিলা অফিসারের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। কোনও থানা এলাকায় মহিলা অফিসার না থাকলে অন্য থানা থেকে তাদের আনতে হবে। সম্প্রতি লালবাজার আয়োজিত কর্মশালায় এই নির্দেশগুলিই স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি কলকাতার লালবাজারে পুলিশকর্মীদের জন্য পকসো (POCSO) নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ এবং কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় পুলিশের সকল স্তরের কর্মকর্তাদের নিয়ে আলোচনার মাধ্যমে পকসো আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল, যৌন নির্যাতন এবং পকসো আইনের আওতায় মামলার অভিযোগ গ্রহণের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট নিয়মাবলী।
লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের প্রশিক্ষণ এবং কর্মশালা নিয়মিতভাবে পুলিশের সদস্যদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে এবং তাদের দক্ষতা বাড়াতে আয়োজন করা হবে। এর মাধ্যমে পুলিশ বাহিনী শিশুদের সুরক্ষা এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবে।