← দেশ বিভাগে ফিরে যান
ডিজাস্টার ম্যানেজমেন্ট (সংশোধনী) বিলের আলোচনায় জ্যোতিরাদিত্য-নিত্যানন্দ-কল্যাণ বাগযুদ্ধে উত্তপ্ত লোকসভা
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: তৃণমূল-বিজেপি বাগযুদ্ধে বুধবার উত্তপ্ত হয়ে উঠল লোকসভা। ডিজাস্টার ম্যানেজমেন্ট (সংশোধনী) বিলের আলোচনায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও নিত্যানন্দ রাই বিবাদে জড়িয়ে পড়েন।
ডিজাস্টার ম্যানেজমেন্ট (সংশোধনী) বিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করা হচ্ছে বলে অভিযোগ এনে সরব হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ব্যক্তিগত আক্রমণ করেন কল্যাণ। প্রতিবাদ জানান সিন্ধিয়া। যদিও পরে ক্ষমা চেয়ে নেন তৃণমূল সাংসদ। কল্যাণ বলেন, কাউকে আঘাত করতে চান না তিনি।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়; তাঁর কাছে এই ঘটনার জন্য লিখিতভাবে ক্ষমা চেয়েছেন।