রাজ্য বিভাগে ফিরে যান

শরিকদের দাবি ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিন মমতা, কী বললেন তৃণমূল সুপ্রিমো?

December 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার বাংলার মেয়েকে চাইছেন গোটা দেশের বিরোধীরা, ইন্ডিয়া জোটের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন প্রায় সব শরিকরা। মমতা নিজেই বলেছিলেন, শরিকরা চাইলে তিনি কলকাতায় বসে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে রাজি। তারপরই বিরোধী শিবিরের তাবড় তাবড় নেতারা মমতার হয়ে জোরালো দাবি জানাচ্ছেন। শরদ পাওয়ার, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, আরজেডির লালপ্রসাদের মতো প্রবীণ রাজনীতিকেরা তৃণমূল সুপ্রিমোর স্বপক্ষে সুর চড়িয়েছেন। শিবসেনার উদ্ধব শিবির এমনকী, জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসও একই দাবি জানিয়েছে। বুধবার সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে মমতা বললেন, এতো সম্মান দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।

দীঘায় সাংবাদিকদের প্রশ্নের জবাব মমতা বলেন, “আমাকে এতোটা সম্মান দেওয়ার জন্য সকল নেতৃত্বকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। সব রাজনৈতিক দল ভালো কাজ করুক। আমি চাই ইন্ডিয়া জোটও ভালো কাজ করুক। এটাই আমি চাই।”

প্রসঙ্গত, মহারাষ্ট্র, হরিয়ানার মতো একাধিক রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পর ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দিল্লির অলিন্দে ঘুরছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। বিধানসভা, লোকসভা এমনকী, সদ্যসমাপ্ত ছয় উপনির্বাচনেও সবুজ ঝড়ের পর জোটের মুখ হিসেবে তৃণমূল নেত্রীর নামই উঠে আসছে। বাংলায় ৪২টির মধ্যে ২৯টি লোকসভা আসনে জয় পেয়েছে তৃণমূল। বিধানসভায় ২০০-র উপর আসন তাদের দখলে। গেরুয়া শিবিরকে লাগাতার হারিয়েছে ঘাসফুল শিবির। এহেন ট্র্যাক রেকর্ডে ক্রমশ জোরালো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Mamata Banerjee, #politics, #leadership, #INDIA alliance

আরো দেখুন