চঞ্চল চৌধুরীকে গৃহবন্দি করার ‘গুজব’! কী বললেন অভিনেতা?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ঢাকা থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী। বিমানে বসেও পড়েন তিনি। উড়ানটি ছাড়ার কিছুক্ষণ আগে কয়েকজন বিএনপি নেতা ও সেনা বিমানে উঠে চঞ্চলকে প্রশ্ন করেন, আপনিও কি হাসিনার মতো দেশ ছেড়ে পালাচ্ছেন? চঞ্চল জবাব দেন, নিউ ইয়র্কে কাজে যাচ্ছেন তিনি। সূত্রের খবর, এরপরই বিমান থেকে নামানো হয় অভিনেতাকে। বর্তমানে তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলেই খবর। এ ঘটনা দিন সতেরো আগের, এখনও চঞ্চল গৃহবন্দি; এমনই খবর প্রকাশিত হয়েছে নানান সংবাদ মাধ্যমে।
বিষয়টি নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে যুগান্তরকে চঞ্চল চৌধুরী বলেন, “এমন কোনও ঘটনাই ঘটেনি আমার সঙ্গে। এই খবরের কোনও সত্যতা নেই। পুরোপুরি মিথ্যা। এমনকি গত কয়েক মাস যাবত কোনও সাংবাদিকের সঙ্গেই আমার কথা হয়নি। কীভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হলো, তা আমার জানা নেই।”
বাংলাদেশের রাজনৈতিক চিত্র পাল্টে গিয়েছে। শান্তিতে নোবেল পাওয়া ইউনুসের আমলে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে পড়শীদেশে। পাল্লা দিয়ে বেড়েছে ভারত বিদ্বেষ। সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারি ও জামিন খারিজের মতো ঘটনা ঘটেছে। আওয়ামি লিগের সাংসদ হওয়ায় বাংলাদেশের ক্রীড়া জগতের সবচেয়ে বড় তারকা শাকিব আল হাসানকেও রেয়াত করা হয়নি। শাকিবের বিরুদ্ধে একধিক মামলা দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরফি মুর্তাজার বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে। সে’কারণে হয়ত চঞ্চলের উপর কোপ পড়েছে বলে খবর ছড়িয়ে পড়েছিল।